দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’ আগামী ২৮ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে পূর্বনির্ধারিত সময়সূচি থেকে এক দিন এগিয়ে এনে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এই প্রদর্শনী রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১২ জানুয়ারি) রাতে বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রীট সেশন ২.০’ অনুষ্ঠানে বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর তারিখ ও আয়োজন সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই এক্সপো দেশের প্রযুক্তি খাতের উদ্ভাবন, ডিজিটাল ডিভাইস উৎপাদন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এবারের আয়োজন আগের চেয়ে আরও বড় পরিসরে এবং আন্তর্জাতিক মানে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএসের সাবেক মহাসচিব ও স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন সুমন, যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. নজরুল ইসলাম হাজারী ও মো. ইকবাল হোসাইন। এছাড়া বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি হিটলার এ হালিম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনসহ বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত দেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে স্মার্ট ডিভাইস, হার্ডওয়্যার, সফটওয়্যার, আইওটি, এআই ও ফিনটেকসহ নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হবে। এতে আইসিটি খাতের স্টেকহোল্ডার, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য নতুন প্রযুক্তি জানার পাশাপাশি ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
