
চীনা প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের নতুন রেনো১৪ সিরিজ ৫জি স্মার্টফোন। সোমবার রাজধানীর আলোকিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রেনো ১৪ সিরিজের স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়।
নতুন সিরিজে রয়েছে দুটি মডেল—রেনো ১৪ ৫জি (১২জিবি+২৫৬জিবি) ও রেনো ১৪ এফ ৫জি (৮জিবি+২৫৬জিবি)। দাম যথাক্রমে ৭৯,৯৯০ টাকা ও ৪২,৯৯০ টাকা। ফোন দুটিতে থাকছে ফ্ল্যাগশিপ গ্রেড এআই ইমেজিং টুলস, এআই লো-লাইট ফটোগ্রাফি, ৫০MP ৩.৫x টেলিফটো ক্যামেরা এবং ফোর কে আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং। আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সুবিধার পাশাপাশি রয়েছে ৬০০০ mAh ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং এবং এআই হাইপারবুস্ট ২.০ গেমিং ফিচার।
এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”
বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে “দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪” উদ্যোগের মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি প্রাচীন জামদানির ঐতিহ্য ডিজিটালি সংরক্ষণের চিত্র তুলে ধরা হয়েছে।
প্রি-অর্ডারকারী গ্রাহকদের জন্য থাকছে আড়ং ডিসকাউন্ট, গিফট, ইএমআই সুবিধা এবং ২ বছরের ওয়ারেন্টিসহ বিশেষ অফার।