সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে বিনিয়োগকারীদের মূলধন কমেছে ৪ হাজার ৪৪৭ কোটি ৩৩ লাখ ৫৬ হাজার টাকা। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলো মধ্যে ২৬৭ শেয়ারের দরপতন হয়েছে। সেই সঙ্গে ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৭ পয়েন্টের বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৭ দশমিক ৪০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৪২ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৭ দশমিক ৫০ পয়েন্ট কমে ১১৫৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ১৭ পয়েন্ট কমে ১৯৪২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫১৪ কোটি ৮৫ লাখ ২৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৩২ লাখ ১১ হজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টি কোম্পানির, বিপরীতে দর কমেছে ২৬৭ কোম্পানির। পাশাপাশি ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।