
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। তবে সূচকের পতনের দিনেও তিন কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহ ছিলো সবচেয়ে বেশি।
কোম্পানিগুলো হচ্ছে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বেলা ১২টা ৫২ মিনিট পর্যন্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫০ হাজার ৪২৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৯ হাজার ৮৩৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এছাড়া চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও ছিলো না কোনো বিক্রেতা।