ঢাকা     ০৮ মে ২০২৪ ||  ২৪ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৮, ২৩ আগস্ট ২০২২

পুঁজিবাজারে লেনদেনের সময় পরিবর্তন

দেশের ব্যাংকগুলোর অফিস সময় পরিবর্তনের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারেও লেনদেনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে শেয়ারবাজারে ৯টা ৩০ থেকে ২টা পর্যন্ত লেনদেন হবে। লেনদেন শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী দেশের সকল ব্যাংকের লেনদেনের সময় বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী বুধবার থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংকগুলো লেনদেন কার্যক্রম চলবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল মন্ত্রিসভায় সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর অফিস সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত হয়। সরকারি সব অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে স্কুল সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্যাংক খোলা রাখার নতুন সময়সূচির তথ্য জানান।