ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৪ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাড়লো সরকারি চাকরিতে আবেদনের ফি

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:১৩, ২৬ সেপ্টেম্বর ২০২২

বাড়লো সরকারি চাকরিতে আবেদনের ফি

সরকারি চাকরিতে ক্যাডার পদ ছাড়া অন্য সব পদের আবেদন ফি বাড়িয়েছে সরকার। সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির জন্য এখন থেকে বর্ধিত ফি প্রযোজ্য হব বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। 

রোববার (২৫ সেপ্টেম্বর) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ৩০০ টাকা ধরা হয়েছে। আগে গ্রেড দুটির চাকরির আবেদন ফি নির্ধারণ করা ছিল না। আর ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। অন্যদিকে ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা ধার্য করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দেয়া যাবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পর তিন কার্যদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেয়ার পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে নিতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারে এ অর্থ নিতে পারবে। পরীক্ষা ফি বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং সাত ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬-এ অটোমেটেড চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করতে হবে।