ঢাকা     ২৪ এপ্রিল ২০২৪ ||  ১১ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পতনের দিনেও বিনিয়োগকারিদের আগ্রহ যেসব কোম্পানিতে

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৯, ১৪ নভেম্বর ২০২১

পতনের দিনেও বিনিয়োগকারিদের আগ্রহ যেসব কোম্পানিতে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের বড় পতন হয়েছে। লেনদেন শেষে ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ৬৫ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

এই পতনের দিনেও বিনিয়োগকারিদের আগ্রহের শীর্ষে ছিলো সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটি ২৯ বারে  ৪৭০টি শেয়ার লেনদেন করে।

বিনিয়োগকারিদের আগ্রহের দ্বিতীয় স্থানে ছিলো জেমিনি সী ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর ২২ টাকা বা ৮.৭১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৭৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

তৃতীয় স্থানে থাকা গোল্ডেন সন লিমিটেডর দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭.০৪ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

বিনিয়োগকারিদের আগ্রহের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুডস, লাভেলো আইসক্রিম, ব্রাক ব্যাংক, মতিন স্পিনিং, জিকিউ বলপেন, শাহজিবাজার পাওয়ার ও ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।