ঢাকা     ২১ আগস্ট ২০২৫ ||  ৬ ভাদ্র ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

রবি আজিয়াটার রাজস্ব আয় ৯৯৫০ কোটি টাকা

প্রকাশিত: ১৩:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

রবি আজিয়াটার রাজস্ব আয় ৯৯৫০ কোটি টাকা

২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে ভয়েসে ৭ এবং ডাটায় ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে গত বছরে কোম্পানিটির মোট রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৯৫০ কোটি টাকা।

পুঁজিবাজারে তালিকাভুক্ত মোবাইল অপারেটরটি সোমবার (১৭ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ডেভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডেভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আগামী ২১ এপ্রিল রবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের শেষ প্রান্তিকের তুলনায় ২০২৪ সালের একই সময়ে ভয়েস রাজস্ব ১ দশমিক ৭ শতাংশ বাড়লেও, ডাটা রাজস্ব ১৩ দশমিক ৯ শতাংশ কমেছে। বাজার প্রতিযোগিতা, ডাটা প্যাকেজের মূল্যহ্রাস ও মুদ্রাস্ফীতির প্রভাবকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজ রাশিদ বলেন, আমাদের প্রধান লক্ষ্য শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা দেয়া। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে আমরা অপারেশন দক্ষতা ও ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ করছি। তিনি বলেন, তবে সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বাড়ানো এবং সিমের ওপর কর বৃদ্ধির কারণে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ ব্যাহত হতে পারে।

রবির বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকসংখ্যা ২০২৪ সালে ২০ লাখ কমে দাঁড়িয়েছে ৫ কোটি ৬৭ লাখ। একই সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখ কমে হয়েছে ৪ কোটি ২৬ লাখ। তবে ফোরজি ব্যবহারকারী ৫ লাখ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯ শতাংশ।