ছোট জায়গায় শক্তিশালী ডেস্কটপ পারফরম্যান্সের চাহিদা দিন দিন বাড়ছে। এই ক্রমবর্ধমান চাহিদা পূরণে বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট উন্মোচন করেছে তাদের নতুন মাদারবোর্ড গিগাবাইট বি৮৫০আই অরোস পিআরও (মিনি-আইটিএক্স) (GIGABYTE B850I AORUS PRO (Mini-ITX)।
গিগাবাইট বাংলাদেশের কর্মকর্তরা জানান, ছোট আকৃতির হলেও এটি গেমিং, ক্রিয়েটিভ ওয়ার্ক এবং হাই-পারফরম্যান্স পিসি বিল্ডের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। মিনি-আইটিএক্স ফর্ম-ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি এএমডি এএম৫ সকেট সমৃদ্ধ, যা সর্বশেষ এএমডি রাইজেন ৭০০০/৮০০০/৯০০০ সিরিজের প্রসেসর সাপোর্ট করে। এতে রয়েছে দুটি ডিডিআরফাইভ ডিআইএমএম স্লট, যা সর্বোচ্চ ১২৮ জিবি র্যাম সাপোর্ট দেয়।
স্টোরেজ সুবিধায় আছে PCIe 5.0 M.2 স্লট, PCIe 4.0 M.2 স্লট এবং দুটি SATA 6Gb/s পোর্ট, ফলে ব্যবহারকারীরা আল্ট্রা-ফাস্ট এসএসডি ও প্রচলিত এইচডিডি একসঙ্গে ব্যবহার করতে পারবেন।
সংযোগের ক্ষেত্রে মাদারবোর্ডটিতে রয়েছে ওয়াইফাই ৭ এবং ২.৫ গিগাবিট এলএএন (LAN) সুবিধা, যা দ্রুত ও স্থিতিশীল ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। এছাড়া ইএসবি টাইপ সি, এইচডিএমআই ও ডিসপ্লে-পোর্ট সহ সমৃদ্ধ আই/ও প্যানেল রয়েছে।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, দেশের বাজারে এই মাদারবোর্ডটি পাওয়া যাচ্ছে গিগাবাইটের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর মাধ্যমে। দেশের বিভিন্ন আইটি রিটেইলার ও অনলাইন প্ল্যাটফর্মে এটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার টাকা।
