বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া (Nvidia) শেয়ারবাজারে নতুন ইতিহাস গড়ার পথে। মঙ্গলবার কোম্পানিটি জানায়, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসেসরের জন্য ৫০০ বিলিয়ন ডলারের অর্ডার বুকিং পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জন্য সাতটি নতুন সুপারকম্পিউটার নির্মাণ করবে।
এ ঘোষণার পর এনভিডিয়ার শেয়ারমূল্য প্রায় ৫ শতাংশ বেড়ে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় ৪.৮৯ ট্রিলিয়ন ডলার, যা দিনের মধ্যে এক পর্যায়ে ৪.৯৪ ট্রিলিয়ন স্পর্শ করেছিল। এর ফলে এনভিডিয়া প্রথম ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে।
ওয়াশিংটন ডিসিতে এক ডেভেলপার সম্মেলনে প্রধান নির্বাহী জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি প্রশংসা করে নতুন পণ্য ও অংশীদারিত্ব ঘোষণা করেন।
কোম্পানিটি বর্তমানে বৈশ্বিক এআই প্রযুক্তি বিপ্লবের কেন্দ্রে রয়েছে এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের মধ্যেও একাধিক বড় চুক্তি করছে। শুধু ২০২৫ সালেই এনভিডিয়ার শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
এদিকে, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান কোম্পানি মাইক্রোসফটের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪.০৩ ট্রিলিয়ন ডলার। মাইক্রোসফট ও ওপেনএআই-এর মধ্যে একটি নতুন কাঠামোগত চুক্তি হয়েছে, যা ভবিষ্যতে ওপেনএআইকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পথ তৈরি করবে।
