
রাইডার শেয়ারিং অ্যাপ পাঠাও ১০ বছরে পা দিলে। ২০১৫ সালে শুরু হওয়া যাত্রা আজ পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ডিজিটাল প্ল্যাটফর্মে, যা লাখো মানুষকে সংযুক্ত করেছে এবং হাজারো মানুষকে স্বাবলম্বী করেছে।
গত এক দশকে পাঠাও ৩ লক্ষাধিক রাইডার, ড্রাইভার ও ডেলিভারি এজেন্টকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে এবং ২ লক্ষ ব্যবসায়ীর সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে। বর্তমানে পাঠাও-এর নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি প্রতিষ্ঠানটি “Superbrand” স্বীকৃতি এবং Forbes–এর “Top 100 to Watch in Asia” তালিকায় স্থান পেয়েছে।
১০ বছর পূর্তিতে পাঠাও ঘোষণা করেছে “10 Years of Growing with You” ক্যাম্পেইন, যা চলবে ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ব্যবহারকারীরা পাবেন ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, পাঠাও পে–তে ৩০০ টাকা ক্যাশব্যাকসহ নানা গেম ও গিভঅ্যাওয়ে। এছাড়া থাকছে “Treasure Hunt”, “দশে ১০ কুইজ” এবং “Wish পাঠাও” ইভেন্ট, যেখানে ব্যবহারকারীরা আকর্ষণীয় পুরস্কার ও iPhone 17 Pro Max জেতার সুযোগ পাবেন।
পাঠাও সিইও ফাহিম আহমেদ বলেন, এই ১০ বছরের সাফল্য প্রতিটি ব্যবহারকারী, রাইডার ও পার্টনারের। আমরা চাই আগামী বছরগুলোতেও সবাইকে সঙ্গে নিয়ে আরও এগিয়ে যেতে।