ঢাকা     ১৪ অক্টোবর ২০২৫ ||  ২৯ আশ্বিন ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাটার প্রথম নারী এমডি হচ্ছেন ফারিয়া ইয়াসমিন

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:০৮, ১৪ অক্টোবর ২০২৫

বাটার প্রথম নারী এমডি হচ্ছেন ফারিয়া ইয়াসমিন

বহুজাতিক প্রতিষ্ঠান বাটা শু কোম্পানি (বাংলাদেশ)-এর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী হিসেবে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। একই সঙ্গে, ১৯৭১ সালে স্বাধীনতার পর এই প্রথম কোনো বাংলাদেশি বাটার শীর্ষ নির্বাহী পদে দায়িত্ব নিতে যাচ্ছেন।

কোম্পানির ৬৩ বছরের ইতিহাসে এটাই প্রথমবার কোনো নারী ও বাংলাদেশি নাগরিক এই পদে দায়িত্ব পাচ্ছেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফারিয়া ইয়াসমিন আগামী মাসে বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। দেবব্রত মুখার্জি আগামী ২০ নভেম্বর বাটা বাংলাদেশের এমডির পদ ছাড়বেন এবং ভারতের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের এমডি হিসেবে যোগ দেবেন।

বাটা শু কোম্পানি বাংলাদেশ তাদের এই নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি শেয়ারবাজারে বিনিয়োগকারীদেরও জানিয়েছে।

এই পদোন্নতির মাধ্যমে ফারিয়া ইয়াসমিন শুধু বাটার ইতিহাসে নয়, বাংলাদেশের করপোরেট অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন।