ঢাকা     ২৮ অক্টোবর ২০২৫ ||  ১৩ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সবুজ রূপান্তরে নতুন মাইলফলক গড়ল বাংলাদেশের পোশাক শিল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ২৮ অক্টোবর ২০২৫

সবুজ রূপান্তরে নতুন মাইলফলক গড়ল বাংলাদেশের পোশাক শিল্প

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত টেকসই উৎপাদনে এক নতুন মাইলফলক অর্জন করেছে। ২০২৫ সালে দেশটির ৩৬টি পোশাক কারখানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত “গ্রিন” বা LEED সার্টিফিকেশন পেয়েছে — যা এক বছরে সর্বোচ্চ অর্জন।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর তথ্যমতে, এই ৩৬টির মধ্যে ২২টি কারখানা পেয়েছে মর্যাদাপূর্ণ প্লাটিনাম স্বীকৃতি। এই সার্টিফিকেশন প্রদান করে যুক্তরাষ্ট্রভিত্তিক U.S. Green Building Council (USGBC), যারা জ্বালানি দক্ষতা, পানির সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, কর্মপরিবেশ এবং টেকসই নকশা মূল্যায়ন করে থাকে।

নতুন সংযোজনের ফলে বর্তমানে বাংলাদেশে মোট ২৬৮টি LEED স্বীকৃত পোশাক কারখানা রয়েছে — যার মধ্যে ১১৪টি প্লাটিনাম, ১৩৫টি গোল্ড, ১৫টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড কারখানা। এটি বিশ্বের সর্বাধিক সংখ্যক সবুজ পোশাক কারখানার রেকর্ড।

দেশের শিল্প নেতারা বলেন, এই অর্জন বাংলাদেশের পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব উৎপাদনের প্রতিফলন। বিশ্বের ১০০টির মধ্যে ৬৮টি শীর্ষস্থানীয় সবুজ পোশাক কারখানা বাংলাদেশে অবস্থিত।

আরএমজি খাত দেশের মোট রপ্তানির ৮৪ শতাংশের বেশি যোগান দেয় এবং বছরে ৪৭ বিলিয়ন ডলারেরও বেশি আয় করে। পরিবেশবান্ধব উৎপাদনের লক্ষ্যে কারখানাগুলো নবায়নযোগ্য জ্বালানি, বৃষ্টির পানি সংরক্ষণ, বর্জ্য পুনর্ব্যবহার এবং সৌরশক্তি ব্যবহারে ব্যাপক বিনিয়োগ করছে।

বিশেষজ্ঞদের মতে, এই “সবুজ রূপান্তর” তৈরি পোশাক খাতে বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতা শক্তি আরো বাড়াবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে বড় ভূমিকা রাখবে।