ঢাকা     ২৬ অক্টোবর ২০২৫ ||  ১১ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ট্রাম্প-শি বৈঠকের আগে মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য আলোচনা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ২৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৬:২১, ২৬ অক্টোবর ২০২৫

ট্রাম্প-শি বৈঠকের আগে মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য আলোচনা

যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রোববার মালয়েশিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনায় বসেছেন। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকের আগে এই আলোচনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ট্রাম্পের এশিয়া সফরের অংশ হিসেবে শনিবার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের উদ্বোধনের দিন থেকেই আলোচনাগুলো শুরু হয়। চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপপ্রধানমন্ত্রী হে লিফেং। আর যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। দুই দেশের প্রতিনিধিরা শনিবার পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন এবং রবিবারও আলোচনা অব্যাহত রাখেন।

এটি সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম দফার বৈঠক। এর আগে জেনেভা, লন্ডন, স্টকহোম ও মাদ্রিদে আলোচনা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, উভয় পক্ষই একটি কাঠামোগত চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। যা ট্রাম্প-শি বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে নেতারা একটি বাস্তবসম্মত প্রস্তাব বিবেচনা করতে পারবেন।

আলোচনায় শুল্ক, মুদ্রা স্থিতিশীলতা, কৃষিপণ্য ও প্রযুক্তি বাণিজ্যসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হয়েছে। গত আগস্টে ওয়াশিংটন ও বেইজিং একটি অস্থায়ী শুল্কবিরতি চুক্তি করে, যা ১০ নভেম্বর শেষ হতে যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, মালয়েশিয়ার এই আলোচনার ফলাফল বৈশ্বিক অর্থবাজারে বড় প্রভাব ফেলতে পারে।