
জনপ্রিয় তিন মডেলের মনিটরের দাম কমিয়েছে দেশীয় প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন। এখন থেকে এসিসি, সিনেক্সা এবং সিনেডি ব্র্যান্ডের তিনটি মনিটর আরও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে ওয়ালটনের প্লাজা, অনুমোদিত ডিলার আউটলেট এবং অফিসিয়াল ওয়েবসাইটে।
মূল্য হ্রাস পাওয়া মডেল তিনটি হলো—ACC WDF13C22I, CiNEXA WD238I11 এবং CiNEd WD27GI06। এর ফলে গ্রাহকরা উন্নত স্পেসিফিকেশন সমৃদ্ধ মনিটরগুলো আগের তুলনায় কম দামে কিনতে পারবেন।
ACC WDF13C22I মডেলের মনিটরটি এখন পাওয়া যাচ্ছে ৮,৯৯৫ টাকায়, যা পূর্বে ছিল ৯,২৫০ টাকা। এতে রয়েছে ১০০ হার্জ রিফ্রেশ রেট, ৫ এমএস রেসপন্স টাইম, HDR সাপোর্ট, ৮৫% NTSC কালার গ্যামট এবং ৩ ওয়াটের দুটি বিল্ট-ইন স্পিকার। চোখের আরাম নিশ্চিত করতে এতে রয়েছে লো ব্লু লাইট ও ফ্লিকার ফ্রি প্রযুক্তি।
CiNEXA WD238I11 মডেলটির নতুন মূল্য ১৫,৭৫০ টাকা, যা পূর্বে ছিল ১৭,৭৫০ টাকা। ২৩.৮ ইঞ্চির এই IPS মনিটরে রয়েছে ৭৫ হার্জ রিফ্রেশ রেট, HDR ও FreeSync সাপোর্ট, বিল্ট-ইন স্পিকার এবং USB ৩.০সহ একাধিক পোর্ট। তিন দিক ফ্রেমলেস ডিজাইন এবং অ্যাডজাস্টেবল স্ট্যান্ড এটিকে আরও ব্যবহারবান্ধব করেছে।
গেমারদের জন্য বিশেষভাবে তৈরি CiNEd WD27GI06 মডেলটি এখন পাওয়া যাচ্ছে ৩২,৭৫০ টাকায়, পূর্ব মূল্য ছিল ৩৩,৭৫০ টাকা। এতে রয়েছে ২৭ ইঞ্চির QHD IPS ডিসপ্লে, ১৬৫ হার্জ (ডিপি) ও ১৪৪ হার্জ (এইচডিএমআই) রিফ্রেশ রেট, ১ এমএস রেসপন্স টাইম, HDR সাপোর্ট, এবং এনটিএসসি ৯৩% ও অ্যাডব আরজিবি ৯৫% কালার গ্যামট। মনিটরটিতে রয়েছে উন্নত ব্যাকলাইটিং, তিন দিক ফ্রেমলেস ডিজাইন এবং ফ্লেক্সিবল অ্যাডজাস্টেবল স্ট্যান্ড।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “প্রযুক্তি পণ্যের ক্রয়ক্ষমতা বাড়াতে আমরা জনপ্রিয় মনিটরগুলোর দাম কমিয়েছি। ওয়ালটন সর্বদা গ্রাহকের প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তিপণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, প্রতিটি মডেলের সঙ্গে থাকছে নির্ধারিত ওয়ারেন্টি সুবিধা এবং দেশব্যাপী দ্রুততম আফটার-সেলস সার্ভিস। মনিটর কেনার বিস্তারিত: waltonplaza.com.bd/monitor