ঢাকা     ২৯ মে ২০২৫ ||  ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

স্মার্টফোন ক্যামেরায় এআই চমক নিয়ে অনার ৪০০ সিরিজ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৬, ২৬ মে ২০২৫

আপডেট: ১৫:৩৩, ২৭ মে ২০২৫

স্মার্টফোন ক্যামেরায় এআই চমক নিয়ে অনার ৪০০ সিরিজ উন্মোচন

প্রযুক্তি ব্র্যান্ড অনার (HONOR) আবারও চমক নিয়ে হাজির হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের নতুন স্মার্টফোন সিরিজ — অনার ৪০০ সিরিজ — আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই সিরিজের মূল আকর্ষণ হলো উন্নত ক্যামেরা প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইন।

রোববার রাজধানীর একটি হোটেলে ফোনটি উন্মোচন করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিসিটেড ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন অনার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ল্যং গুও।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম জানান, স্মার্টফোনটিতে সিলিকন কর্বনের তৃতীয় সংস্করণের ব্যাটারি রয়েছে। হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন জানান, আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রিবুকিং। ফোনটি পাওয়া যাবে ৭৯ হাজার ৯৯৯ টাকায়। প্রিবুকিংয়ে থাকছে ১৫ হাজার টাকার উপহার।

অনার ৪০০ সিরিজে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা প্রযুক্তি। এটির ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরাটি, যা ১/১.৪-ইঞ্চি সেন্সর ও এফ/১.৯ অ্যাপারচার সমৃদ্ধ, বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। এর ১২ মেগাপিক্সেল ১১২° আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। প্রধান ক্যামেরার সাথে থাকছে ৩০x টেলিফটো শুটিং ফাংশন, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে একটি নতুন মান স্থাপন করবে।

অনার ৪০০ প্রো’তে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা (f/2.0) দেয়া হয়েছে। এই ক্যামেরা AI-বেসড সেলফি ক্যাপচার এবং 4K ভিডিও (3840 x 2160 পিক্সেল) রেকর্ড করতে পারে। এতে Moving Photo, Gesture Control, Portrait, Timer এবং AI Filters এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই ক্যামেরা 8192 x 6144 পিক্সেল পর্যন্ত রেজোলিউশনে ছবি তুলতে সক্ষম।

অনার ৪০০ প্রো স্মার্টফোনটিতে ৬.৭ ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেয়া হয়েছে। এই স্ক্রিন 1240 x 2800 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 1400nits (HBM) থেকে 4500nits (পীক) ব্রাইটনেস সাপোর্ট করে, ফলে ইউজাররা স্মুথ ও ভাইব্রেন্ট ভিউইং এক্সপেরিয়েন্স পাবেন।
পারফরমেন্স

ফোনটিতে ৪ ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর যোগ করা হয়েছে। ফোনটিতে ১২ জিবি র‌্যাম এর সঙ্গে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

সিরিজটি দুইটি মডেল বাজারে পাওয়া যাবে। অনার ৪০০ প্রো এর দাম রাখা হয়েছে ৭৯ হাজার ৯৯৯ টাকা। আর অনার ৪০০ এর দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।

premierbankltd