ঢাকা     ১৯ মে ২০২৫ ||  ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ফটোগ্রাফির চমক নিয়ে আসছে অনার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৯ মে ২০২৫

ফটোগ্রাফির চমক নিয়ে আসছে অনার

ফটোগ্রাফির নতুন এআই গোট হিসেবে সমাদৃত হয়েছে অনার ৪০০ সিরিজ। আগামী ২৫ মে দেশের বাজারে এই সিরিজ লঞ্চ করবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত ক্যামেরা সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই সিরিজ।

অনার ৪০০ সিরিজে রয়েছে একটি ২০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার এআই মেইন ক্যামেরা, সাথে ১/১.৪-ইঞ্চি সেন্সর এবং এফ/১.৯ অ্যাপারচার। পোর্ট্রেট ফটোগ্রাফির অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এমন ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরার পারফরম্যান্স বৃদ্ধি করতে এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস)।

এছাড়া, ব্যবহারকারীদের ওয়াইড-অ্যাঙ্গেল ছবি এবং ক্লোজ-আপ শট নিতে সহায়তা করার জন্য এই সিরিজে আছে ১২ মেগাপিক্সেল ১১২° আল্ট্রা-ওয়াইড এবং ম্যাক্রো ক্যামেরা। প্রফেশনাল লেভেলের সেলফি তোলার জন্য রয়েছে উন্নত পোর্ট্রেট অ্যালগরিদম ও এফ/২.০ অ্যাপারচার সহ একটি শক্তিশালী ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট সেলফি ক্যামেরা।

অনার ৪০০ সিরিজে প্রাইমারী ক্যামেরার সাথে ৩০x টেলিফটো শুটিং ফাংশনও রয়েছে। এই খাতে প্রথমবারের মতো কোনো ডিভাইসে এমন উচ্চ ক্ষমতাসম্পন্ন জুম সুবিধা পাওয়া যাবে, যা মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মান স্থাপন করবে।

premierbankltd