ঢাকা     ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৮ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইনফিনিক্সের ইনবুক সিরিজের নতুন দুই ল্যাপটপ

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:০৩, ২৮ জানুয়ারি ২০২৪

ইনফিনিক্সের ইনবুক সিরিজের নতুন দুই ল্যাপটপ

দেশের বাজারে এসছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্সের ইনবুক এক্স২ এবং ওয়াই২ প্লাস মডেল দুটি নতুন ল্যাপটপ।

ইনবুক এক্স২ ল্যাপটপটিতে আছে একাদশ প্রজন্মের ১০ ন্যানোমিটার ইন্টেল কোর আই৫ প্রসেসর । সাথে আছে ৮ জিবি র‍্যাম। স্টোরেজের প্রয়োজন মেটানোর জন্য এতে রয়েছে দ্রুতগতির ৫১২জিবি এনভিএমই এসএসডি। মাল্টিটাস্কিংয়ের সুবিধার জন্য এতে যুক্ত করা হয়েছে কার্যকর কুলিং সিস্টেম।

এক্স২ ল্যাপটপটির ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি একবার চার্জে টানা নয় ঘণ্টা পর্যন্ত চলবে। সাথে থাকা ৪৫ ওয়াটের সি-টাইপ চার্জার দিয়ে ল্যাপটপ ও ফোন উভয়ই চার্জ করা যাবে।

ভিজুয়্যাল অভিজ্ঞতা উন্নত করতে এক্স২-তে আছে ৪.৭ মিলিমিটার সূক্ষ্ণ বেজেলযুক্ত ১৪ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস ডিসপ্লে। চমৎকার সারাউন্ড সাউন্ডের জন্য সম্পূর্ণ মেটালে তৈরি এই ল্যাপটপটিতে আছে দুই লেয়ারের স্টেরিও ডিজাইন। মসৃণ ও আকর্ষণীয় ডিজাইনের ১৪.৮ মিলিমিটার পাতলা এক্স২ এর ওজন ১.২৪ কেজি। বর্তমানে এটি শুধু ধূসর রঙে পাওয়া যাচ্ছে। অন্যান্য রঙের ল্যাপটপগুলোও খুব শীঘ্রই বাজারে আসবে। ল্যাপটপটির বাজারমূল্য ৬১,৯৯০ টাকা।

ইনফিনিক্সের ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপটি বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের প্রথম ল্যাপটপ। এতে আছে একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। এই ল্যাপটপটিও চলে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেমে। এর ধারণক্ষমতা ৫১২ জিবি এনভিএমই এসএসডি এবং সাথে আছে ৮ জিবি র‍্যাম।

এছাড়াও ওয়াই২ প্লাস-এ আছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। এর ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারির সাহায্যে দিনব্যাপী কাজ করা যাবে স্বচ্ছন্দে। ইনফিনিক্সের এই ল্যাপটপটির ওজন ১.৮ কেজি এবং এতেও আছে ৪৫ ওয়াট এডাপ্টারের টাইপ-সি চার্জার। রূপালি ও ধূসর — এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ওয়াই২ প্লাস। এর বাজারমূল্য বর্তমানে ৫৮,৯৯০ টাকা।