ঢাকা     ২৯ মার্চ ২০২৪ ||  ১৫ চৈত্র ১৪৩০

Biz Tech 24 :: বিজ টেক ২৪

লভ্যাংশ বিওতে পাঠিয়েছে পাঁচ কোম্পানি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ৩০ ডিসেম্বর ২০২১

লভ্যাংশ বিওতে পাঠিয়েছে পাঁচ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বোনাস শেয়ার বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন, এসিআই ফরমুলেশন, এসিআই, কোহিনুর কেমিক্যাল, ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।

৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরে এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। এসিআই ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস। কোহিনুর কেমিক্যাল ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ বোনাস।

এছাড়া বিডিকম অনলাইন ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। এবং ডরিন পাওয়ার ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে; এর মধ্যে ১২ শতাংশ বোনাস।