Biz Tech 24 :: বিজ টেক ২৪

যেসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৬:৫৮, ১৭ নভেম্বর ২০২১

যেসব কোম্পানিতে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫২টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

বিনিয়োগকারীদের আগ্রহের দ্বিতীয় স্থানে ছিলো একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির দর ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৮০ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৪৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.১৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.৯৭ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।