ঢাকা     ১৪ নভেম্বর ২০২৫ ||  ৩০ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু

প্রকাশিত: ১৬:১৭, ১৩ নভেম্বর ২০২৫

মিডল্যান্ড ব্যাংকে ইউনিসফটের DLOS সফটওয়্যার চালু

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এ আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল লোন অরিজিনেশন সলিউশন (DLOS) সফটওয়্যার। এই অত্যাধুনিক প্রযুক্তি সেবা প্রদান করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসফট সিস্টেমস লিমিটেড। 

গুলশান-২ এ ব্যাংকের প্রধান কার্যালয় এন.বি. টাওয়ারে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের কার্যক্রমের সূচনা করা হয়। 

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান-উজ-জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। অন্যদিকে, ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আবু হেনা মুহাম্মদ মুস্তফা জামান। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মিডল্যান্ড ব্যাংক সবসময়ই গ্রাহকসেবার মান উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন এই DLOS সফটওয়্যার ব্যাংকের ঋণ প্রক্রিয়াকে আরও দ্রুত, দক্ষ ও স্বচ্ছ করে তুলবে।

ইউনিসফট সিস্টেমস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, মিডল্যান্ড ব্যাংকের মতো একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল সল্যুশন ব্যবহারের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।