ঢাকা     ০৯ নভেম্বর ২০২৫ ||  ২৫ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ৯ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতে দুদকের মামলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে অবৈধভাবে প্রভাব খাটিয়ে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ৬৭ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার (৯ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটির অনুমোদন দেওয়া হয়। এটি আর্থিক খাতে ঋণ আত্মসাতের ইতিহাসে দুদকের সবচেয়ে বড় মামলা বলে জানিয়েছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে জালিয়াতি, প্রতারণা ও অনিয়মের মাধ্যমে ৯ হাজার ২৮৩ কোটি টাকার ঋণ অনুমোদন ছাড়াই উত্তোলন করেন। সুদ ও আসলসহ এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা। এসব অর্থ এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিলস ও এস আলম ট্রেডিং কোম্পানিসহ এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়।

দুদকের মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান, একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), বিনিয়োগ কমিটির সদস্য এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেনে-বুঝে ঋণগ্রহীতাদের স্বার্থে বিনিয়োগ নীতিমালা ও ব্যাংক সার্কুলার লঙ্ঘন করেছেন। ফলে ব্যাংক, শেয়ারহোল্ডার ও সাধারণ আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে।

২০২২ সালের শেষের দিকে ইসলামী ব্যাংকে অস্বাভাবিক ঋণ বিতরণের ঘটনা প্রকাশ্যে আসার পর দুদক তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর এ বিশাল অঙ্কের আত্মসাতের প্রমাণ মেলায় মামলার অনুমোদন দেওয়া হয়। সংস্থাটি বলছে, এই মামলার মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।