ঢাকা     ০৬ নভেম্বর ২০২৫ ||  ২২ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

একীভূতকরণের আগে ৫টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ৬ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৬, ৬ নভেম্বর ২০২৫

একীভূতকরণের আগে ৫টি সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন আজ (৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে পৃথক পাঁচটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো — ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক। এই পাঁচ ব্যাংককে একীভূত করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাদের ‘অকার্যকর’ বা non-viable হিসেবে ঘোষণা করা হয়েছে ব্যাংক কোম্পানি আইনের আওতায়।

বাংলাদেশ ব্যাংক গতকাল (৫ নভেম্বর) ব্যাংকগুলোর বোর্ডে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়ে তাদের আর্থিকভাবে অচল হিসেবে ঘোষণা দেয়। এর পরপরই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয় ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত রাখতে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ১৫ ধারার আলোকে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি—কে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫ নভেম্বর ২০২৫ তারিখে অকার্যকর ঘোষণা করা হয়েছে। ফলে ৬ নভেম্বর থেকে তাদের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র মতে, একীভূতকরণের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই বছর সময় লাগবে। তবে ছোট আমানতকারীরা, অর্থাৎ যাদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত রয়েছে, তারা এক মাসের মধ্যেই তাদের অর্থ উত্তোলন করতে পারবেন বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক।