ঢাকা     ০৯ ডিসেম্বর ২০২৪ ||  ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৩০, ১২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৯:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশকে ৯.০৫ বিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য আগামী তিন বছরে বাংলাদেশকে ৯ দশমিক শূন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা গত তিন বছরের তুলনায় ৮৪ দশমিক ৭ শতাংশ বেশি।

ঋণ দানকারী সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালে ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার, পরের বছর ২০২৪ সালে ৩ দশমিক ২১ বিলিয়ন ডলার এবং ২০২৫ সালে ২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। ঋণের এ অর্থের মধ্যে ৬৯ দশমিক ৫ শতাংশ দেশের মাথাপিছু জিডিপির ক্রমবর্ধমান অনুপাতে বাজারভিত্তিক শর্তে দেয়া হবে।

পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে এ ঋণ পরিশোধ করতে হবে। এর জন্য সুদের হার হবে লন্ডন ইন্টারব্যাংক অফার রেটের (এলআইওআর) সঙ্গে অতিরিক্ত দশমিক ৭৫ শতাংশ। এছাড়া ঋণের বাকি অর্থ পরিশোধের সময়সীমা একই থাকলেও সুদের হার হবে ২ শতাংশ।