ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

এক চার্জে ১০১ কিলোমিটার চলবে ওলার নতুন স্কুটার

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ২৩ অক্টোবর ২০২২

এক চার্জে ১০১ কিলোমিটার চলবে ওলার নতুন স্কুটার

জনপ্রিয় টু-হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ওলা ভারতীয় বাজারে নিয়ে এসেছে নতুন একটি স্কুটার। নতুন এ বৈদ্যুতিক স্কুটারের নাম ওলা এস১ এয়ার। একবার চার্জে এই স্কুটারটি চলবে ১০১ কিলোমিটার পর্যন্ত। প্রতিষ্ঠানটির সবচেয়ে কমদামি স্কুটার হবে এটি এমনটাই দাবি ওলার।

কোম্পানি সূত্রে জানা গেছে, ওলার ই-স্কুটারটিতে ইকো, নরমাল এবং স্পোর্টস তিনটি ড্রাইভিং মোড দেয়া হয়েছে। ১০১ কিলোমিটার চলার পাশাপাশি বৈদ্যুতিক স্কুটারটি মাত্র ৪.৩ সেকেন্ডেই ০-৪০ কিলোমিটার অ্যাক্সিলারেট করতে পারবে। এর সর্বাধিক গতি প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার। স্কুটারটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৪ ঘণ্টা ৩০ মিনিট।

৯৯ কেজি ওজনের ওলার এই নতুন বৈদ্যুতিক স্কুটারে দেয়া হয়েছে একটি ১৭.৭৮ সেন্টিমিটারের টাচস্ক্রিন। এছাড়াও ২.২ জিএইচজেড ৮-কোর প্রসেসর, জিপিএস ও ওয়াইফাই কানেকশন সুবিধা, রিয়ার টুইন সাসপেনশন, ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক, স্কাল্পটেড সিটসহ আরও অনেক ফিচার।

লাল, সাদা, কালো, ধূসর এবং নীল রঙের স্কুটারটি বেছে নিতে পারবেন ক্রেতারা। ভারতীয় বাজারে স্কুটারটির দাম ৭৯ হাজার ৯৯৯ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় পরবে ৯৬ হাজার ৭৯৮ টাকা।