 
						
									দেশিও প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে এনেছে অত্যাধুনিক প্রযুক্তির স্মার্ট ফিটনেস স্কেল। এই ডিভাইসের মাধমে গ্রাহকরা ওজন, বডি ফ্যাট, বিএমআই, হার্ট রেটসহ ১৪টি ফিটনেস সংক্রান্ত তথ্য জানতে পাবেন। যা স্মার্টফোনের মোবাইল অ্যাপের মাধ্যমে ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা যাবে।
ওয়ালটন সূত্র জানায়, ‘এইডমিশন’ ব্র্যান্ডের প্যাকেটিং-এ স্মার্ট ফিটনেস স্কেলগুলো বাজারে এসেছে। সাদা ও কালো রঙের মোট ৪ মডেলের ওই হেলথ ডিভাইসগুলোর দাম ২,৯৫০ টাকা থেকে ৩,৯৫০ টাকার মধ্যে। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমের পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে পণ্যগুলো কেনা যাবে। দেশব্যাপী বিস্তৃত ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে এইডমিশন ফিটনেস প্রো স্মার্ট স্কেলে গ্রাহকরা পাচ্ছেন ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি।
দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে ওয়ালটনই প্রথম এ ধরনের ফিটনেস স্কেল নিয়ে এসেছে। স্কেলগুলো সচল রাখতে মডেলভেদে রয়েছে রিচার্জেবল লিথিয়াম আয়ন এবং ট্রিপল এ সাইজের ব্যাটারি। ওয়ালটন স্মার্ট ফিটনেস স্কেলের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে বডি ফ্যাট, ফ্যাট-ফ্রি বডি ওয়েইট, সাবকিউটেনাস ফ্যাট, ভিসেরাল ফ্যাট, স্কেলিটাল মাসল, মাসল মাস, বডি ওয়াটার, বোন মাস, প্রোটিন, বিএমআর, মেটাবোলিক এইজ ইত্যাদি তথ্য জানার সুবিধা।
ওয়ালটনের প্রোডাক্ট ম্যানেজার সাদ শিহাব জানান, ডিভাইসগুলোকে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে গুগল প্লে স্টোর থেকে ‘ফিটনেস প্রো’ নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটি ওয়ালটনের নিজস্ব ব্যবস্থাপনায় ডেভেলপ করা হয়েছে। বাজারে প্রচলিত ফিটনেস স্কেলে যেসব ফিচার রয়েছে, তার সবই ওয়ালটনের এইডমিশন ফিটনেস প্রো স্কেলে পাওয়া যাবে। এর বাইরে ওয়ালটনের ডিভাইসগুলোতে রয়েছে বাড়তি কিছু ফিচার। ফলে সাশ্রয়ী দামে অত্যাধুনিক মানের ফিটনেস স্কেল পাচ্ছেন গ্রাহকরা।
ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বলেন, বাংলাদেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর ব্যালেন্সড ডায়েটের পাশাপাশি অধিকাংশ মানুষ নিজের ওজন, বডি ফ্যাট, বিএমআই (উচ্চতার বিপরীতে ওজনের ভারসাম্য), হার্ট রেট ইত্যাদি তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করতে পছন্দ করেন। এসব তথ্য একসাথে এক ডিভাইসে না পাওয়াটা গ্রাহকদের জন্য বেশ অসুবিধাজনক। তাই তাদের সুবিধার্থে আমরা স্মার্ট ফিটনেস স্কেল বাজারে এনেছি। আশা করছি গ্রাহকদের স্বাস্থ্যসুরক্ষায় পণ্যটি সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়াও বাজারে ওয়ালটনের অসংখ্য স্মার্ট ডিভাইস ও এক্সেসরিজ পাওয়া যাচ্ছে। যার মাধ্যে রয়েছে নানা মডেল ও ফিচারের ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সারর্নাল এসএসডি, র্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

 
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                    