
চীনা প্রযুক্তি ব্যান্ড হুয়াওয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্র কঠোর সতর্কবার্তা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বের যেকোনো প্রতিষ্ঠান হুয়াওয়ের তৈরি এই চিপ ব্যবহার করলে তা মার্কিন রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, Ascend 910B, 910C ও 910D চিপগুলো মার্কিন সফটওয়্যার ও যন্ত্রাংশ ব্যবহার করে তৈরি। ফলে এগুলোকে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়েছে। এমনকি বিশ্বের যেকোনো জায়গায় এই চিপ ব্যবহার করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি জানায়, এটি নতুন কোনো আইন নয় বরং একটি পরিষ্কার বার্তা – হুয়াওয়ের উন্নত চিপ ব্যবহারে রফতানি আইন প্রযোজ্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনা প্রতিষ্ঠানগুলো এনভিডিয়া চিপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কোম্পানিগুলো ব্যাপক হারে হুয়াওয়ের চিপ কিনছে। এই চাহিদা মেটাতে হুয়াওয়ে নিজস্ব আধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে।