ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৭ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৯, ১ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:২০, ২ সেপ্টেম্বর ২০২১

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ ঘোষণা

সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৮ অক্টোবর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ আগস্ট বিএসইসির ৭৮৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিও'র মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিও’র মাধ্যমে অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, শেয়ারবাজারে বিনিয়োগ, নিজস্ব অফিস স্পেস কেনা ও আইপিও'র ব্যয় বাবদ ব্যবহার করবে।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ৩ টাকা ৯৩ পয়সা। আর গত পাঁচ বছরের ভারিত গড় ইপিএস ২ টাকা ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২১ টাকা ৯ পয়সা (সম্পদ পুনঃমূল্যায়ন ছাড়া)।