বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণ আদায়ে তাদের বহু সম্পদ নিলামে তোলার ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। ১ হাজার ৩২২ কোটি টাকার বেশি বকেয়া পরিশোধ না হওয়ায় গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জের জমি–কারখানা এবং রাজধানীর ধানমন্ডির ১৫ তলা করপোরেট অফিস ‘বেল টাওয়ার’ বিক্রির জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংকটি।
আগ্রহী ক্রেতাদের ১০ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে অ্যাসেস ফ্যাশনস লিমিটেডের ১ হাজার ১৩৩ কোটি টাকার খেলাপি ঋণ উদ্ধারে তাদের সম্পদ নিলামের ঘোষণাও দিয়েছে জনতা ব্যাংক।
এর আগে ২১ নভেম্বর বেক্সিমকোর আরও তিন প্রতিষ্ঠান— ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেল লিমিটেড (ইউনিট–১ ও ২), আরবান ফ্যাশনস এবং অ্যাপোলো অ্যাপারেলস—এর সম্পদ নিলামে তোলার বিজ্ঞপ্তি দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
এদিকে বেক্সিমকোর বন্ধ টেক্সটাইল ইউনিটগুলো সরকারিভাবে আন্তর্জাতিক লিজিং ব্যবস্থায় পুনরায় চালুর উদ্যোগ চলমান থাকা অবস্থায় নিলাম প্রক্রিয়া শুরুকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছে জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ রিভাইভাল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইকোমিলি।
তারা জানিয়েছে, কারখানা পুনরুজ্জীবনে শ্রমিক, স্থানীয় জনগণ ও অংশীজনদের সঙ্গে ব্যাপক আলোচনা করা হয়েছিল এবং সবাই দ্রুত কার্যক্রম শুরুর অপেক্ষায় ছিল।
তাদের মতে, জাতীয় শিল্পসম্পদ নিলামে তোলা অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত, যা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনা করে নেওয়া উচিত। হঠাৎ নিলাম কার্যক্রম বিদেশি বিনিয়োগের সম্ভাবনাকে দুর্বল করতে পারে এবং বস্ত্র ও পোশাক খাতে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া বৈশ্বিক আগ্রহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।
