ঢাকা     ২৬ নভেম্বর ২০২৫ ||  ১১ অগ্রাহায়ণ ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ঘরে বসেই মেট্রোরেলের কার্ডে রিচার্জের সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬, ২৫ নভেম্বর ২০২৫

ঘরে বসেই মেট্রোরেলের কার্ডে রিচার্জের সুবিধা চালু

রাজধানীর মেট্রোরেল ব্যবহারকারীরা এখন ঘরে বসেই র‌্যাপিড পাস ও এমআরটি পাস ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে যেকোনো সময় অনলাইনে রিচার্জ করতে পারবেন। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ। তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনে দুটি করে এভিএম (AVM) মেশিন স্থাপন করা হয়েছে। অনলাইনে রিচার্জ করার পর স্টেশনে এসে কার্ড ট্যাপ করলেই রিচার্জ সম্পন্ন হবে।

অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, মেট্রোরেলের এই উদ্যোগ দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে। যাত্রীদের স্বচ্ছ, সহজ ও নিরাপদ সেবা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

যেভাবে অনলাইন রিচার্জ করবেন:
ব্যবহারকারীকে প্রথমে www.rapidpass.com.bd -ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করে কার্ড রেজিস্টার করতে হবে। যেকোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে একবারে ১০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। রিচার্জটি এভিএমে ট্যাপ না করা পর্যন্ত ‘Pending’ অবস্থায় থাকবে। সফল রিচার্জের পর এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে।

কার্ড ব্ল্যাকলিস্টেড বা অবৈধ হলে রিচার্জ হবে না। এছাড়া পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হলে নতুন রিচার্জ করা যাবে না। রিচার্জ বাতিল চাইলে ট্যাপ করার আগে ৭ দিনের মধ্যে রিফান্ড পাওয়া যাবে, তবে ৫% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।