রাজধানীর নিউ ইস্কাটন রোডে গড়ে উঠছে দেশের প্রযুক্তি খাতের নতুন বাণিজ্যিক কেন্দ্র ‘ঢাকা কম্পিউটার সিটি’। হাজারী গ্রুপ ও সিটি ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে নির্মিত এই ১৫ তলা আধুনিক আইটি কমপ্লেক্সটি এক ছাদের নিচে প্রযুক্তি ব্যবসা, সেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছে।
রোববার (৯ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে প্রস্তুত দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ার টাকায় সাব কাবলা মালিকানা পদ্ধতিতে। উদ্যোক্তাদের জন্য ব্যাংক লোন ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ থাকায় তরুণ ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় সহায়ক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ভবনটিতে অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, স্মার্ট বিল্ডিং ম্যানেজমেন্ট, পর্যাপ্ত পার্কিং, হাই-স্পিড লিফট, ব্যাকআপ জেনারেটর, ২৪ ঘণ্টা নিরাপত্তা, সিসিটিভি মনিটরিং ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা থাকবে। এতে স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল ও ফায়ার অ্যালার্ম সিস্টেমও সংযুক্ত করা হয়েছে।
প্রযুক্তি পণ্যের ডিস্ট্রিবিউটর, রিসেলার, ই-কমার্স ব্যবসায়ী, মোবাইল ও হার্ডওয়্যার কোম্পানিগুলোর জন্য এটি হতে যাচ্ছে আদর্শ কেন্দ্র। এখানে হার্ডওয়্যার, সফটওয়্যার, সার্ভার, রোবটিক্স, সিসিটিভি ও আইওটি পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক ও ওয়েলকিন কম্পিউটার্স-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম হাজারী বলেন, আমরা আইটি ব্যবসায়ীদের জন্য এমন একটি জায়গা তৈরি করছি, যা দীর্ঘমেয়াদি সমাধান দেবে। ২০০৬ সালে মাল্টিপ্লানে ‘বিসিএস কম্পিউটার সিটি’ প্রতিষ্ঠা করেছিলাম, এখন ‘ঢাকা কম্পিউটার সিটি’ সেই সফলতারই পরবর্তী ধাপ।
বিসিএস সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, এটি শুধু একটি ভবন নয়, দেশের ডিজিটাল অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোগত বিনিয়োগ। এখান থেকে নতুন প্রযুক্তি উদ্যোগ ও উদ্ভাবন জন্ম নেবে।
টেকনো গ্রুপের চেয়ারম্যান কামাল হোসেন সেলিম বলেন, ঢাকা কম্পিউটার সিটি হচ্ছে নতুন প্রজন্মের আইটি হাব। আমাদের লক্ষ্য প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নিরাপদ ও আধুনিক কর্মপরিবেশ তৈরি করা।
অনুষ্ঠানে ব্যাংক, প্রযুক্তি ও বাণিজ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা আশা করছেন, ঢাকা কম্পিউটার সিটি রাজধানীতে প্রযুক্তি খাতের বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
