ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে অনলাইনে মূল্য সংযোজন কর (মূসক) ফেরত বা ভ্যাট রিফান্ড প্রক্রিয়া চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (১০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, অনলাইনে ভ্যাট রিফান্ড আবেদন গ্রহণ, যাচাই ও সরাসরি করদাতার ব্যাংক হিসাবেই অর্থ স্থানান্তরের লক্ষ্যে ‘অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল’ কার্যক্রম শুরু হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, নতুন এই মডিউল চালুর মাধ্যমে করদাতাদের হয়রানি কমবে, সময় ও খরচ বাঁচবে এবং ভ্যাট ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হবে। তিনি আরও জানান, রিফান্ডের অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে, যা এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নিল।
ভ্যাট রিফান্ডের নিয়ম অনুযায়ী, কোনো ব্যবসা প্রতিষ্ঠান কাঁচামাল বা সেবা কিনলে ইনপুট ভ্যাট দেয় এবং বিক্রির সময় গ্রাহকের কাছ থেকে আউটপুট ভ্যাট নেয়। যদি ইনপুট ভ্যাটের পরিমাণ আউটপুটের চেয়ে বেশি হয়, তখন প্রতিষ্ঠানটি অতিরিক্ত অংশ ফেরত পেতে পারে। এতদিন পর্যন্ত এই রিফান্ড পেতে ব্যবসায়ীদের অফিসে দৌড়ঝাঁপ ও জটিল প্রক্রিয়ার মুখোমুখি হতে হতো।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আমরা ভ্যাট ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশনে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে কোনো পেপার রিটার্ন নেওয়া হবে না।
নতুন মডিউলটি বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এর সঙ্গে অর্থ বিভাগের আইবাস প্লাস প্লাস সিস্টেমের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। ফলে অনুমোদিত রিফান্ডের অর্থ বিইএফটিএন (Bangladesh Electronic Funds Transfer Network)-এর মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।
এনবিআর সূত্রে জানা গেছে, করদাতারা এখন থেকে অনলাইনে মূসক রিটার্ন দাখিলের সময় রিফান্ড আবেদন জমা দিতে পারবেন। কমিশনারেট যাচাই-বাছাই শেষে অনলাইনে অনুমোদন দেবে, ফলে করদাতাদের অফিসে গিয়ে আবেদন বা চেক সংগ্রহ করতে হবে না।
প্রক্রিয়াটি সহজ করতে ইতোমধ্যেই সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। করদাতারা চাইলে সংশ্লিষ্ট মূসক অফিস থেকে অনলাইন রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে তথ্য ও সহায়তা নিতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং সরকারি রাজস্ব ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আশা করছে এনবিআর।
