ঢাকা     ২৬ অক্টোবর ২০২৫ ||  ১১ কার্তিক ১৪৩২

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভারতগামী তিন ট্রেনের ভাড়া বাড়লো

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৪, ৮ অক্টোবর ২০২৩

ভারতগামী তিন ট্রেনের ভাড়া বাড়লো

ডলারের মূল্যবৃদ্ধি ও ট্রাভেল ট্যাক্সের পরিমাণ বাড়ায় ভারতগামী আন্তঃদেশীয় তিন ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১০ নভেম্বর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খাঁনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। আগামী ১০ নভেম্বর থেকে এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একইভাবে ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেক ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটের ভাড়া  ২ হাজার ৯০০ টাকা, যা ১০ নভেম্বর থেকে ২ হাজার ৯৫০ টাকা করা হয়েছে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩০০ টাকা।

এছাড়া ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।