ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ব্যাংক-পুঁজিবাজার বন্ধ মঙ্গলবার

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০, ৮ আগস্ট ২০২২

ব্যাংক-পুঁজিবাজার বন্ধ মঙ্গলবার

আগামীকাল মঙ্গলবার পবিত্র মহররম (আশুরা) উপলক্ষে বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক ও পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না।

সূত্র মতে, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে। আগামী ১০ আগস্ট, বুধবার থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।