 
						
									বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা’র কাছে তিনমাসে (এপ্রিল-জুন ) দেশি-বিদেশি মোট ২৪ হাজার ৮২১ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। যা গত বছরের একই সময় থেকে ১০ হাজার ৬৯৩ কোটি টাকা বেশি। নতুন এসব বিনিয়োগ প্রস্তাব কার্যকর হলে দেশে নতুন করে ৫৮ হাজার ১২৩ জন বেকারের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, যা গত বছরের এপ্রিল-জুন প্রান্তিকে বিনিয়োগ প্রস্তাব এসেছিল ১৪ হাজার ১২৮ কোটি টাকা। বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি বিডায় নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। চলতি বছরের এপ্রিল-জুন সময়ে বিডায় বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে ২৬৪টি প্রতিষ্ঠান। গত বছরের একই সময়ে যা ছিল ১৮৪টি।
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে নিবন্ধিত স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ২২৮টি, যাদের প্রস্তাবিত বিনিয়োগ ১৮ হাজার ৩৭১ কোটি টাকা। এ খাতে গত বছরের একই সময়ের চেয়ে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।
আর ১৯টি শতভাগ বিদেশি ও ১৭টি যৌথ বিনিয়োগকারী (দেশি-বিদেশি) প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এসেছে ছয় হাজার ৪৫১ কোটি টাকার। এক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় ৬২২ শতাংশ। সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবাখাতে। এসব প্রস্তাব কার্যকর হলে দেশে নতুন করে ৫৮ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানান খাত সংশ্লিষ্টরা।

 
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                    