 
						
									বকেয়া পরিশোধ না করা বা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হবে না বলে সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শুক্রবার (৩১ অক্টোবর) ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ব্যান্ডউইথ নিয়ে অর্থ পরিশোধ না করে কৌশলে অন্য আইটিসি বা আইআইজিতে স্থানান্তর হওয়া কিংবা ভুয়া চেক প্রদানের মাধ্যমে প্রতারণা করা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এসব প্রতারণায় জড়িত আইএসপি প্রতিষ্ঠানের নাম সরকারের হাতে এসেছে। তাদের মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নতুন লাইসেন্স প্রক্রিয়ায় তারা সুযোগ পাবেন না এবং প্রয়োজনে বর্তমান লাইসেন্সও বাতিল করা হতে পারে।
ফয়েজ তৈয়্যব বলেন, সাবেক সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে কিছু প্রতিষ্ঠান কোটি টাকার পাওনার বিপরীতে ভুয়া চেক প্রদান করেছে। এসব আর্থিক প্রতারণার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন অনুযায়ী কোনো নেটওয়ার্কে বেআইনি প্রবেশ, হ্যাকিং বা ইচ্ছাকৃত সেবা বিঘ্ন ঘটানো গুরুতর অপরাধ।
সব আইএসপি প্রতিষ্ঠানকে দ্রুত অ্যান্টি–ডিডস সেটআপ, লোড–ব্যালান্সার স্থাপন এবং নেটওয়ার্ক নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে প্রতিযোগিতা সীমিত বা ক্ষতিগ্রস্ত করার মতো টার্গেটেড আচরণ বন্ধ করার আহ্বান জানান।

 
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                     
	                                    