
মোবাইল অপারেটর বাংলালিংক এবং এর মূল প্রতিষ্ঠান ভিইওএন (VEON) বাংলাদেশ ব্যাংকের কাছে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর বাংলালিংক ও ভিইওএন যৌথভাবে গভর্নর ড.আহসান এইচ মনসুরকে একটি চিঠি পাঠায়, যেখানে তারা ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে। চিঠিটি স্বাক্ষর করেন ভিইওএন গ্রুপ সিইও কান তেরজিওগলু ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিইও জোহান হেনডরিক মার্টিনাস বুসে।
চিঠিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবার পরিসর বাড়াতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহার করে দেশের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।
ভিইওএন বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ডিজিটাল আর্থিক সেবা পরিচালনা করছে। তাদের জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ‘Simply!’ (কাজাখস্তান), ‘Beepul’ (উজবেকিস্তান) এবং ‘JazzCash’ (পাকিস্তান)। JazzCash বর্তমানে ৪০ মিলিয়নেরও বেশি গ্রাহককে সেবা দিচ্ছে। দৈনিক প্রায় ২ লাখ অনলাইন ঋণ ইস্যু করছে এবং পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (GDP) প্রায় ১০ শতাংশ সমপরিমাণ লেনদেন পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন নীতিমালা অনুসারে ডিজিটাল ব্যাংক লাইসেন্সের আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। নতুন নির্দেশনায় ডিজিটাল ব্যাংকের ন্যূনতম পরিশোধিত মূলধন (paid-up capital) ৩০০ কোটি টাকা, যা আগের ১২৫ কোটি টাকা ছিলো।
এই প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য কঠোর ফিট অ্যান্ড প্রপার মূল্যায়ন, সাইবারনিরাপত্তা নীতিমালা ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, এসব ব্যাংকের কোনো শাখা থাকবে না; তারা পুরোপুরি অনলাইন ভিত্তিকভাবে পরিচালিত হবে।