
বাংলাদেশের রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও স্থান পেয়েছে ফোর্বস এশিয়ার “১০০ টু ওয়াচ ২০২৫” তালিকায়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সম্ভাবনাময় ও দ্রুত বেড়ে ওঠা কোম্পানিগুলোকে নিয়ে করা এ তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য বড় অর্জন।
২০১৫ সালে ছোট পরিসরে ডেলিভারি সেবা দিয়ে যাত্রা শুরু করে পাঠাও। বর্তমানে প্রতিষ্ঠানটি রাইড-শেয়ারিং, ফুড ডেলিভারি, কুরিয়ার ও ফিনটেক সেবার মাধ্যমে বাংলাদেশ ও নেপালের এক কোটিরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত আছেন প্রায় ৩ লাখ ড্রাইভার-ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট ও ১০ হাজার রেস্টুরেন্ট। এ পর্যন্ত পাঠাও পাঁচ লাখের বেশি মানুষের আয়ের সুযোগ তৈরি করেছে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির সিইও ফাহিম আহমেদ বলেন, ফোর্বসের স্বীকৃতি ও পাঠাওয়ের ১০ বছর পূর্তি প্রমাণ করে আমরা মানুষের জীবনে পরিবর্তন আনছি এবং আরও কানেক্টেড বাংলাদেশ গড়তে কাজ করছি।
ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখা পাঠাও দ্বিতীয় দশকে প্রবেশ করে নতুন সেবা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করছে।