ঢাকা     ১৬ মার্চ ২০২৫ ||  ২ চৈত্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ভিভোর নতুন স্মার্টফোনে জাইসের ক্যামেরা

বিজটেক ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ৬ মার্চ ২০২৫

ভিভোর নতুন স্মার্টফোনে জাইসের ক্যামেরা

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো নিয়ে এসেছে জাইসের অত্যাধুনিক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৫০। ফোনটিতে থাকছে ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন।

বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়নের কাজ করে আসছে ভিভো। জাইসের সহযোগিতায় এর আগেও কয়েকটি এক্স এবং ভি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে ভিভো। তারই ধারাবাহিকতায় এবার আসছে জাইসের ইমেজিং সিস্টেমে তৈরি আরও উন্নত পোর্ট্রেট ফটোগ্রাফি প্রযুক্তির ভিভো ভি৫০ স্মার্টফোন।

ভিভো ভি৫০তে ১/১.৫৫″ ক্যামেরা সেন্সর ও এআই লাইটিং সিস্টেম ২.০ থাকার কারণে রাতে তোলা ছবিগুলো হবে আরও স্পষ্ট ও সুন্দর। ভি৫০ এর ক্যামেরায় থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন, এআই ইনহ্যান্স, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার। এছাড়াও থাকছে ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন। এতে হাত নড়ে গেলেও ছবি ঘোলা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ভিভো ভি৫০ ফোনের জাইস অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে। ফোনটিতে থাকছে আলট্রা স্লিম ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। ভিভো ভি৫০ স্মার্টফোনে দুটি কালার অপশন রয়েছে। একটি হচ্ছে স্ট্যারি ব্লু, আরেকটি স্যাটিন ব্ল্যাক।