বিশ্বের বৃহত্তম নগরীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ। এ তালিকায় প্রায় ৪ কোটি ১৯ লাখ জনসংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দীর্ঘ দুই দশক ধরে শীর্ষে থাকা জাপানের রাজধানী টোকিও ৩ কোটি ৩৪ লাখ জনসংখ্যা নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালের আগের সর্বশেষ মূল্যায়নে বিশ্বের বৃহত্তম শহর ছিল টোকিও। তবে আগামী ২০৫০ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম নগরীতে পরিণত হওয়ার সম্ভাবনা ঢাকার রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মেগাসিটি—অর্থাৎ ১ কোটির বেশি জনসংখ্যার নগরীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৩৩টিতে, যা ১৯৭৫ সালের তুলনায় চার গুণ। এশিয়ায় রয়েছে এসব মেগাসিটির ১৯টি, এবং বিশ্বের শীর্ষ ১০ নগরীর মধ্যে ৯টিই এশিয়ার।
শীর্ষ তালিকায় থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো— নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), কলকাতা (২ কোটি ২৫ লাখ), সিউল (২ কোটি ২৫ লাখ)। এশিয়ার বাইরে একমাত্র শহর হিসেবে মিসরের রাজধানী কায়রো (৩ কোটি ২০ লাখ) শীর্ষ দশে জায়গা পেয়েছে।
আমেরিকার সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ), আর সাব-সাহারান আফ্রিকায় দ্রুততম বৃদ্ধি পাওয়া শহর নাইজেরিয়ার লাগোস।
