ঢাকা     ০৯ ডিসেম্বর ২০২৪ ||  ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৪৭তম বিসিএসের ক্যাডার পদে নিয়োগ ৩৪৮৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:০৯, ৩ ডিসেম্বর ২০২৪

৪৭তম বিসিএসের ক্যাডার পদে নিয়োগ ৩৪৮৭

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে। তাছাড়া নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানও এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেয়া হবে।

স্বাস্থ্য ক্যাডারের পর সবচেয়ে বেশি ৯২৯টি পদে নিয়োগ দেওয়া হবে সাধারণ শিক্ষা ক্যাডারে। তাছাড়া প্রশাসন ক্যাডারে ২০০টি, পররাষ্ট্রে ১৫, পুলিশে ১০০, তথ্যে ৪৩, কৃষিতে ১৬৮, কর ক্যাডারে ১০৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৭তম বিসিএসে আবেদনপত্র পূরণ ও ফি জমাধান শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। আবেদনপত্র জমা দেওয়া প্রার্থীরা ৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করার সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়সের বিষয়ে বলা হয়েছে, ১ নভেম্বর ২০২৪ তারিখে সব প্রার্থীর বয়স ২১-৩২ বছর হতে হবে। তাছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।