ঢাকা     ০৮ মে ২০২৪ ||  ২৫ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৭, ৬ জুন ২০২৩

আপডেট: ১৬:০৪, ৬ জুন ২০২৩

৪৫তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।  প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।

মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd) এ ফল প্রকাশ করা হয়েছে।  প্রিলিমিনারির পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করল পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসেবে পরীক্ষা নেয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিলো পিএসসি।

১৯ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪৫তম বিসিএসে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন এ পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার আর নন-ক্যাডারে নেয়া হবে ১ হাজার ২২ জনকে।