Biz Tech 24 :: বিজ টেক ২৪

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ২৭ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৪:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১

জিএসপি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এ বোর্ড সভা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের এবং ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

এর আগে গত ১৬ আগষ্ট শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নগদ ৫.৫০ শতাংশ এবং বোনাস ৫.৫০ শতাংশ লভ্যাংশ রয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিলো ১.৫৫ টাকা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৯০ টাকা।