ঢাকা     ২০ এপ্রিল ২০২৪ ||  ৬ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

কারিগরি সমস্যা: ডিএসইর লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৩, ১৮ জুলাই ২০২১

কারিগরি সমস্যা: ডিএসইর লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যায় বন্ধ হওয়ার কারনে লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আজ রোববার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এ লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, রোববার সকালে ডিএসইর ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দেয়। যাতে করে প্রায় সকাল ১১টা ১০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্ধ ছিল লেনদেন কার্যক্রম।

এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারি বলেন, আমাদের সফটওয়্যারের সিষ্টেমে সমস্যা দেখা দেয়। যা শুরুতে চিহ্নিত করতে পারি নাই। যে কারণে লেনদেন বন্ধ রাখতে হয়েছিল। তবে আইটি টিম কাজ করে তা সমাধান করেছে। যাতে আবারও লেনদেন শুরু হয় দুপুর সাড়ে ১২ টায়। এখন বন্ধ সময় পুষিয়ে নেবার জন্য আজকের লেনদেন দুপুর আড়াইটার পরিবর্তে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

এদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত করা হয়েছে বলে জানান তিনি।