ঢাকা     ২৫ এপ্রিল ২০২৪ ||  ১২ বৈশাখ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

প্রিমিয়াম আয় বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৩, ১২ জুলাই ২০২১

প্রিমিয়াম আয় বেড়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের

পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে।

বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় (জানুয়ারি-মার্চ,২১) সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা শেষে এ তথ্য জানানো হয়। কোম্পানিটির প্রথম প্রান্তিকে ১৪ কোটি ৫৭ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৮ কোটি ২৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১০ কোটি ৩ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১০৫ কোটি ৩৭ লাখ টাকা।

এর আগে গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি। আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ এবং ২০২১ সালের সমাপ্ত ৩ মাসের জন্য ২ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

আগামী ২৪ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট।