
দেশের আলোচিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এ নতুন বিনিয়োগকারী আনতে প্রক্রিয়া শুরু করেছে সরকার।
সপ্তাহের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, নগদ-সংক্রান্ত সম্ভাব্য লেনদেনে একচেটিয়া সেল-সাইড মার্জারস অ্যান্ড অ্যাকুইজিশনস অ্যাডভাইজার হিসেবে কাজ করার জন্য একটি আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান খুঁজছে তারা। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে নগদের বাজারে অবস্থান ও মূল্যায়ন পর্যালোচনা ও পরিমার্জন করতে হবে। পাশাপাশি সম্ভাব্য কৌশলগত ও আর্থিক বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে হবে এবং প্রয়োজনীয় বিপণন উপকরণ প্রস্তুত করতে হবে।
বিডার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে নগদকে বেসরকারি খাতে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এ প্রক্রিয়ায় বিডার সম্পৃক্ততা শুরু হয়েছে।
উদ্যোগটি এসেছে এমন সময়ে যখন বাংলাদেশ ব্যাংক মনে করছে যে ডাক বিভাগের পক্ষে আর দক্ষভাবে নগদ পরিচালনা করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, একটি দক্ষ প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে।
তিনি আরও জানান, নগদের আগের মালিকদের কারণে সৃষ্ট অনিয়ম ইতোমধ্যে সমাধান করা হয়েছে। প্রায় ১ কোটি ৫০ লাখ ভুয়া বা নিষ্ক্রিয় হিসাব বন্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে বড় ধরনের সংস্কার সম্পন্ন হয়েছে এবং এটি এখন পুনর্গঠনের পথে রয়েছে।