ঢাকা     ০৯ ডিসেম্বর ২০২৪ ||  ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা এখন মিলবে প্রতি মাসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪, ৪ নভেম্বর ২০২৪

পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা এখন মিলবে প্রতি মাসে

পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ত্রৈমাসিকের পরিবর্তে প্রতি মাসে দেওয়ার বিধান করেছে সরকার। ফলে তিন মাস অন্তর অন্তর নয়, পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা প্রতি মাসেই পাওয়া যাবে। একই সঙ্গে ‘জাতীয় সঞ্চয় স্কিম’র আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ন্যায় ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করেছে সরকার।

এছাড়া ‘জাতীয় সঞ্চয় স্কিম’র আওতাধীন পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে মূল বিনিয়োগ করা অর্থ স্বয়ংক্রিয়ভাবে পুনঃবিনিয়োগের সুবিধা চালু করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এসব বিধান করার পাশা্পাশি বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশের অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিন ক্রুদের ওয়েজ আর্নার বন্ডের বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।