এপ্রিল মাসে ২০৪ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা এর আগের বছরের একই মাসের তুলনায় ২১.৩ শতাংশ বেশি।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের মাসে বেশিরভাগ সময়েই রেমিট্যান্স প্রবাহ বাড়ে। কারণ বছরের দুই ঈদ উপলক্ষেই পরিবারের কাছে বেশি অর্থ পাঠান প্রবাসী বাংলাদেশীরা।
এর আগে মার্চ মাসে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯৯ কোটি ৭০ লাখ ডলার। বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১১ কোটি ৩০ লাখ ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় দেশে আসে।
সূত্রমতে, বেশিরভাগ ব্যাংক বর্তমানে ১১৫ থেকে ১১৬ টাকা দরে রেমিট্যান্সের প্রতি ডলার কিনছে। ডলারের আনুষ্ঠানিক দাম ১১০ টাকা হলেও – সংকটে থাকা কিছু ব্যাংক আরও বেশি দামেও কিনছে বলে জানা গেছে। ফলে আমদানিকারকদেরকে অতিরিক্ত দামে ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে।
গত ২০২২-২৩ অর্থবছরে ২১.৬২ বিলিয়ন ডলারের প্রবাসী আয় দেশে এসেছিল। এর আগের ২০২১-২২ অর্থবছরে আসে ২১.০৩ বিলিয়ন ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৮ বিলিয়ন ডলার দেশে আসে, যা এ পর্যন্ত এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।