ঢাকা     ১২ সেপ্টেম্বর ২০২৪ ||  ২৮ ভাদ্র ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডিমের দামে কারসা‌জি, দুই প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫২, ২৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৩৯, ২৭ জানুয়ারি ২০২৪

ডিমের দামে কারসা‌জি, দুই প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা

কারসা‌জির মাধ্যমে ডিমের বাজারে অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর অপরাধে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এর মধ্যে ডায়মন্ড এগকে আড়াই কোটি টাকা এবং সিপি বাংলাদেশকে এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

গত সোমবার এ বিষয়ক দুটি মামলার রায় দেয়া হলেও আজ (২৪ জানুয়া‌রি) বিষয়টি প্রকাশিত হয়েছে। বাজারে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় ২০২২ সালে প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত হয়ে বেশ কয়েকটি মামলা করেছিল। এর মধ্যে এই প্রতিষ্ঠান দু’টির শুনানি শেষে জরিমানার আদেশ দেয় কমিশন।

রায় আনুযায়ী ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ প্রতিযোগিতা কমিশনে জমা দিতে হবে। তা না হলে প্রতিদিন এক লাখ টাকা করে জরিমানা বাড়বে।

এর আগে, গত বছরের অক্টোবরে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির মামলায় কাজী ফার্মস ও সাগুনা ফুডস নামে দুটি প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে আট কোটি টাকা জরিমানা করেছিল প্রতিযোগিতা ক‌মিশন।