ঢাকা     ২৭ জুলাই ২০২৪ ||  ১২ শ্রাবণ ১৪৩১

Biz Tech 24 :: বিজ টেক ২৪

ডলার কারসাজি: ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা

বিজটেক রিপোর্ট

প্রকাশিত: ২১:১০, ১ অক্টোবর ২০২৩

আপডেট: ২১:২০, ১ অক্টোবর ২০২৩

ডলার কারসাজি: ১০ ব্যাংকের ট্রেজারি প্রধানকে জরিমানা

নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে বেসরকারি ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানকে জরিমানা করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংক কোম্পানি আইনের ১০৯ (৭) ধারা অনুযায়ী, বেশি মূল্যে ডলার বিক্রির অপরাধে ১০ ব্যাংককের ট্রেজারি বিভাগের প্রধানকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ডলার কারসাজির সঙ্গে জড়িত ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ধারার ৩টি ব্যাংক এবং প্রচলিত ধারার রয়েছে ৭টি ব্যাংক।

এর আগে সেপ্টেম্বর মাসে এসব ব্যাংকের বিরুদ্ধে ডলার কারসাজির তথ্য পায় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়। কারসাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশি-বিদেশি ও রাষ্ট্রায়ত্ত এই ১০টি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো বাংলাদেশ ব্যাংক।